ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফারুক প্রধান এর কবিতা || সাদা পাথরের দেশে

  • আপ : ১২:৩৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৪৩০ ভিউ :

 

সাদা পাথর বৈচিত্র্যময় কারুকাজ
জলকলি নদী নৌকায় করে মেঘালয়
পাহাড় ঘেষে ঝর্ণার কলধ্বনি পাথরের
সমাহার দেখে শহরের মানুষ কৌতূহল।

বিচিত্র দৃশ্যের পর্যটকের ভিড় কোহাহল
ছেড়ে শান্তির পরশ মেখে মনের আনন্দে
পায়ে চলা সাদা পাথরের দেশে, এতটুকু বিশ্রাম
শ্বাস ফেলার অবকাশ সাদা পাথরের কাছে।

আর্তনাদ করি, এতটুকু ভালোবাসার নির্যাসে
মিলেমিশে নিশপিশ শরীরে অবগাহন করি
নিষ্পাপ লেখকের কলমের ক্ষুরধার অবসরে।

ফারুক প্রধান এর কবিতা || সাদা পাথরের দেশে

আপ : ১২:৩৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

 

সাদা পাথর বৈচিত্র্যময় কারুকাজ
জলকলি নদী নৌকায় করে মেঘালয়
পাহাড় ঘেষে ঝর্ণার কলধ্বনি পাথরের
সমাহার দেখে শহরের মানুষ কৌতূহল।

বিচিত্র দৃশ্যের পর্যটকের ভিড় কোহাহল
ছেড়ে শান্তির পরশ মেখে মনের আনন্দে
পায়ে চলা সাদা পাথরের দেশে, এতটুকু বিশ্রাম
শ্বাস ফেলার অবকাশ সাদা পাথরের কাছে।

আর্তনাদ করি, এতটুকু ভালোবাসার নির্যাসে
মিলেমিশে নিশপিশ শরীরে অবগাহন করি
নিষ্পাপ লেখকের কলমের ক্ষুরধার অবসরে।