ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শাহানা জেসমিন এর কবিতা || কুরবানীর ঈদ

  • আপ : ০৭:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ২০১ ভিউ :

কুরবানীর ঈদ
শাহানা জেসমিন

বাংলাদেশে কোরবানীর ঈদ সাত ই জুন।
দেশ জুড়ে লেগে যাবে মাংস কাটার ধুম।

পাতিল ভরে মাংস রাঁধবে সুবাস ছড়াবে খুব।
মনে তখন জাগবে শুধু মাংস খাওয়ার লোভ।

মন চাইলে শুটকি দিবে
মহররম মাসে শিন্নি করবে এতিম খাওয়াবে রোজ।

ঈদের খুশি উপভোগ করবে পরিমিত খাবার খাবে
কোরমা পোলাও জর্দা পায়েস
যখন যেটা পাবে।

গরুর মাংস খেতে গিয়ে একটুখানি ভাববে
অতিরিক্ত খেলে পরে
অসুস্থ হয়ে পড়বে।

পরিমিত খাবার খেলে জীবন সুখের হয়
কুরবানীর হক আদায় করলে দুঃখ নাহি রয় ।

আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশী
সবাই মিলে ঈদ আনন্দ করো ভাগাভাগি।

একে অন্যে দাওয়াত দিয়ে খাওয়াও এবং খাও
অসহায় গরীব দুঃখী বাদ যায় না যে তারাও।

ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে
এসো দেশ গড়ি ।
মনের পশুত্বকে কুরবানী দিয়ে হৃদয় শুদ্ধ করি।

শাহানা জেসমিন এর কবিতা || কুরবানীর ঈদ

আপ : ০৭:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

কুরবানীর ঈদ
শাহানা জেসমিন

বাংলাদেশে কোরবানীর ঈদ সাত ই জুন।
দেশ জুড়ে লেগে যাবে মাংস কাটার ধুম।

পাতিল ভরে মাংস রাঁধবে সুবাস ছড়াবে খুব।
মনে তখন জাগবে শুধু মাংস খাওয়ার লোভ।

মন চাইলে শুটকি দিবে
মহররম মাসে শিন্নি করবে এতিম খাওয়াবে রোজ।

ঈদের খুশি উপভোগ করবে পরিমিত খাবার খাবে
কোরমা পোলাও জর্দা পায়েস
যখন যেটা পাবে।

গরুর মাংস খেতে গিয়ে একটুখানি ভাববে
অতিরিক্ত খেলে পরে
অসুস্থ হয়ে পড়বে।

পরিমিত খাবার খেলে জীবন সুখের হয়
কুরবানীর হক আদায় করলে দুঃখ নাহি রয় ।

আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশী
সবাই মিলে ঈদ আনন্দ করো ভাগাভাগি।

একে অন্যে দাওয়াত দিয়ে খাওয়াও এবং খাও
অসহায় গরীব দুঃখী বাদ যায় না যে তারাও।

ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে
এসো দেশ গড়ি ।
মনের পশুত্বকে কুরবানী দিয়ে হৃদয় শুদ্ধ করি।