নজরুলেরই গানের সুরে ঈদের খুশি হাসে
গরীব দুখীর খালি গায়ে নতুন জামা পড়ে
চিরদিনই ঈদ আনন্দ সবার ঘরে ঘরে
দীন দুঃখীনীর ঘরে কেন দুখের সাগর ভাসে।
আমরা শুধু নিজের বেলায় ষোলো আনাই বুঝি
পরের বেলায় না বোঝার ভান করে যে থাকি
এই সমাজে নতুন নতুন ভাবনা নিয়ে খুঁজি
সামনে যেন এমন না হয় সুবংকরের ফাঁকি।
থাক না এসব ফালতু কথা দেশটা আগে গড়ি
দেশের মানুষ বুঝে গেছে কি দিয়ে কি করি
প্রতিবারই ঈদ আসে ঈদ চলে যায়
তোমার আমার ভাগ্যটা যে পথেই কুরে কুরে খায়।