বিদ্যা শিক্ষা জ্ঞান সংগ্রহে মৌমাছির মতো
ঘুম আলস্যের চাদর ছেড়ে প্রত্যুষে জেগে যাও
সময়ের স্রোতে সাহস দৃঢ় প্রত্যয় আত্মবিশ্বাসে
শক্তিরূপে সাথে নিয়ে সম্মুখপাণে আগাও ৷
প্রভাতের আলোয় মুক্ত বিহঙ্গ পাখির মতো
উর্ধ্বস্বাসে সফলতা কর্মের সন্ধ্যানে ছোট৷
বিফল হতাশা ব্যর্থতা জীবনেরই অংশ
দুঃখতাপ ক্লান্তি ভুলে পুন উদ্যোগে ছোট৷
জীবন সংগ্রামে সমুদ্রের ঢেউয়ের মতো
বাধা বিপত্তি ডিঙিয়ে অবিরাম বয়ে চল
লোভ মোহে দিকভ্রান্ত অন্যায় ভ্রষ্ট পথ ছেড়ে
নির্ভীক চিত্তে সত্য ন্যায়ের আলোয় চল ৷
প্রচন্ড ঘূর্ণি ঝড়ের দাপটে বৃক্ষের মতো
কঠিন বাস্তবতায় শীর, বুক উঁচিয়ে জাগো
মেধা পরিশ্রমে নতুন স্বপ্ন জয়ের নেশায়
সদা চিত্তে মাঝে আশার প্রদীপ জ্বালো ৷