তুমি আসবে বলে
ঘন কুন্তলে পড়েছি চৈতীর মালা
হৃদয়ের মাধুরী উজার করে
সাজিয়েছি তোমার বরণ ডালা।
তুমি আসবে বলে
সিক্ত শিউলির মালা হাতে
তোমার আগমন অপেক্ষায়
অঞ্জলি দেব চরণ যুগলে তার।
তুমি আসবে বলে
অসময়ে বসন্ত এসে দিল ধরা
চন্দ্রমা সেজেছে পূর্ণিমার আলোতে
ভুবন মোহিনী হবে তোমার রঙে।
তুমি আসবে বলে
বকুলে বকুলে শোভিত হলো রাজপথ
সুন্দরের শেষ অর্চনায় এঁকেছি
স্বপ্নিল রঙের আলপনা
তুমি আসবে বলে
আটপৌরে শাড়িতে বাঁধা দেহবল্লরী
করপল্লব এঁকেছি মেহেদির রঙে
মোহের ঘোরে বাঁধবো তোমায়
আপন ও ডোরে।