মেঘ বালিকা বল বৃষ্টিকে কি ভুলে থাকা যায়? বৃষ্টি ছাড়া শুধু মেঘ, রোদেলা আকাশ, সাত রঙ্গা রংধনু যেন তোমার কাজল হারা চোখ, তোমার আঁচল বিহীন শাড়ি।
তাইত বর্ষা এলেই বৃষ্টির জন্য কেমন
উতলা লাগে, চাতক চোখে চাতকী মন
খুঁজে বেড়ায় বৃষ্টির জন্য পুয়াতি মেঘ, বিষন্ন চোখে আকাশ পানে চেয়ে ভাবে- মেঘ যেন ফিরে না যায় ভীন দেশে।
আজ সারাটা দিন বৃষ্টি, সারাটা দিন তোমাকে নিয়ে ভাবা, মনের আঙ্গিনায়
বৃষ্টিতে ভিজে যেতে যেতে বাসনাকাতর তবু একটুও ক্লান্তি নেই। কেবল তোমাকে জড়িয়েছি মেঘ বালক হতে।
তুমি মেঘ বালিকা হয়ে যে উত্তাল সমুদ্র আজ বুকে ধরেছ, তার গর্জন শুনতে পাচ্ছি আমি স্পষ্ট, আমি তাই মেঘ বালক হয়ে তোমার আকাশে আজীবন ভেসে থাকতে চাই শুধু তুমি বৃষ্টি হবে বলে।
২৯ মে, ২০২৫।