ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাঈদা আজিজ চৌধুরী’র কবিতা || মহুয়ার মাদকতা

  • আপ : ০২:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৭ ভিউ :

 

দুরন্ত দুপুর সবুজ ডুমুর শুষ্ক বুক
কুয়াশা-কাতর ভোর শিউলির স্নিগ্ধ সুর
পরতে পরতে নন্দনকানন প্রস্ফুটিত মহুয়া
নির্যাস মাদকতায় দেহবিভা সৃষ্টিতে সুখ।

মৌমাছির বার্তা নীলগিরি পাহাড়ের পথে পথে
বিশ্বভূমির আদিমরূপ মানব অস্তিত্বে
চৌবাচ্চার বন্দী জল বেপরোয়া অনুগত ছায়া
রাতের অন্ধকার জমিনে ধরা দেয় মহুয়ার কায়া।

দলিল দস্তাবেজ ঢেলে দেয় আত্মার রহস্য
সৃষ্টির ফুল ফোটে অন্ধকারের জলে
নীরব নিভৃতে পরাগরেণু মহুয়ার মসৃণ দেহে
মৃত্তিকার মায়াকর্ষণ প্রাণময় শস‍্য।

অনন্যরূপে আদমের স্বত্তা শাখা উপশাখা
পুষ্প পল্লবে রঙধনু মহুয়ার বিস্তৃত পাখা
দিনের সূর্য রাতের নক্ষত্র গুঞ্জন শিম্ফনি
সুগন্ধি রুমাল পাতে মহাজীবন চিরন্তনী।

স্বত্ব সংরক্ষিত

সাঈদা আজিজ চৌধুরী’র কবিতা || মহুয়ার মাদকতা

আপ : ০২:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

 

দুরন্ত দুপুর সবুজ ডুমুর শুষ্ক বুক
কুয়াশা-কাতর ভোর শিউলির স্নিগ্ধ সুর
পরতে পরতে নন্দনকানন প্রস্ফুটিত মহুয়া
নির্যাস মাদকতায় দেহবিভা সৃষ্টিতে সুখ।

মৌমাছির বার্তা নীলগিরি পাহাড়ের পথে পথে
বিশ্বভূমির আদিমরূপ মানব অস্তিত্বে
চৌবাচ্চার বন্দী জল বেপরোয়া অনুগত ছায়া
রাতের অন্ধকার জমিনে ধরা দেয় মহুয়ার কায়া।

দলিল দস্তাবেজ ঢেলে দেয় আত্মার রহস্য
সৃষ্টির ফুল ফোটে অন্ধকারের জলে
নীরব নিভৃতে পরাগরেণু মহুয়ার মসৃণ দেহে
মৃত্তিকার মায়াকর্ষণ প্রাণময় শস‍্য।

অনন্যরূপে আদমের স্বত্তা শাখা উপশাখা
পুষ্প পল্লবে রঙধনু মহুয়ার বিস্তৃত পাখা
দিনের সূর্য রাতের নক্ষত্র গুঞ্জন শিম্ফনি
সুগন্ধি রুমাল পাতে মহাজীবন চিরন্তনী।

স্বত্ব সংরক্ষিত