ধূসর মাটিতে হঠাৎ গজানো স্বর্গীয় মেঘমালা
শুভ্র কাশের সারি —
কখনো যেওনা,বিদায় বলোনা
শুদ্ধ রাখো, ঋদ্ধ তোমার অমোঘ পরশে।
এই পৃথিবীর ঘাসে ঢাকা প্রান্তরে
প্রিয় ফুল হও-
বারমালী ফুল, ধরার ধুলোর থাক।
দুর আকাশের সারা বছরের
নীলছোঁয়া মেঘ নিয়ে
পৃথিবীর প্রাংগন
অশেষানন্দের স্বেত পাপড়িতে ঢাকেে।
মিলে মিশে এক, একাকার হও,
কোনটা যে মেঘ কোনটা আকাশ
কেউ না জানুক, চিনতে করুক ভুল,
কোনখানে মেঘ
শুভ্র মেঘের সারি, কোনটা মাটিতে
নুয়ে থাকা কাশবন।










