অসাধু বণিক-মন্ত্রীর রাজকীয় জীবন
পকেটে ভাগানো নোট,
গণতন্ত্রের নামে দখলদারের রাজত্বে
বহুকাল হয়নিকো ভোট!
খাল হয়েছে নদী, নদী কাঁদে নিরবধি
পুকুর হয়েছে ভরাট,
সোনা ফলা জমি হয়েছে আবাসভূমি
নেই দুরন্তপনার মাঠ।
বন উজাড়, পাহাড় কাটা সেও শেষ
বাকি শুধু পায়ের মাটি
দুর্ভাগ্যক্রমে মেকুরে ভরে গেছে দেশ
শূন্য দুধের বাটি!
🖊️এস এম শাহনূর










