ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শারাবান তহুরা’র কবিতা || সভ্যতা

  • আপ : ০৮:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১৪৫ ভিউ :

মায়াময় জনপদে লোমহর্ষক আগুনের তান্ডবে পোড়া শিশুর হেঁটে যাওয়া পদচিহ্ন…..
সোনার হরফে লিখে গেলো সভ্যতা
প্রাণের উচ্ছাসে বৈরী বাতাস
আগুনে পোড়া কতো শিশুর কন্ঠস্বর
সভ্যতার চিহ্ন হ’য়ে দ্বিধাহীন বেঁচে থাকে সুউচ্চ প্রাসাদের দেয়ালে
দুর্বার এ-ই সভ্যতার চাকা সত্যিই কি বিকল ?
অবলীলায় বলতে ইচ্ছে করে —
অত্যাধুনিক বিষাক্ত সভ্যতাকে অবরুদ্ধ করি
অবরুদ্ধ করি নকল মানবতা
অবরুদ্ধ করি বিকৃতি মানসিকতা।

শারাবান তহুরা’র কবিতা || সভ্যতা

আপ : ০৮:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

মায়াময় জনপদে লোমহর্ষক আগুনের তান্ডবে পোড়া শিশুর হেঁটে যাওয়া পদচিহ্ন…..
সোনার হরফে লিখে গেলো সভ্যতা
প্রাণের উচ্ছাসে বৈরী বাতাস
আগুনে পোড়া কতো শিশুর কন্ঠস্বর
সভ্যতার চিহ্ন হ’য়ে দ্বিধাহীন বেঁচে থাকে সুউচ্চ প্রাসাদের দেয়ালে
দুর্বার এ-ই সভ্যতার চাকা সত্যিই কি বিকল ?
অবলীলায় বলতে ইচ্ছে করে —
অত্যাধুনিক বিষাক্ত সভ্যতাকে অবরুদ্ধ করি
অবরুদ্ধ করি নকল মানবতা
অবরুদ্ধ করি বিকৃতি মানসিকতা।