নিঝুম মাঝ রাতে
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে,
খুড়িমা ভুগছে বাতে
মন্দিরে ঘণ্টা নড়ে।
কলকল শব্দ আসে ধেয়ে
শুনশান চারি ধারে,
পাড়ার পাগল যাচ্ছে গেয়ে
গাছের পাতা নুইয়ে ভারে।
গাছগুলো সব পড়ছে নুইয়ে
ঝড়ের দাপট বাড়ছে,
লটারিতে টাকা খুইয়ে
নগেন কাকা জ্বরে কাঁপছে।
বন্ধ সব দোকান পাঠ
নেইকো ঔষধ ঘরে,
ভূমিকম্পে নাচছে খাট
মগ্ন সব ঘুমের ঘোরে।
ঝি ঝি পোকা দিচ্ছে আলো
কোলা ব্যাঙে তুলেছে ডাক,
চারিদিক সব শুধু কালো
বীরু কাকা ডাকছে নাক।











