ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

  • আপ : ০৮:২৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ২৯৫ ভিউ :

ভালোবেসে মরে না তো।
সপ্তদ্বীপা অধিকারী।

আঁধার দেখি কেন, বুঝি না তার ভাষা!
তবু লিখি চিরকুট তবু করি আশা
নীরবে ভিতরে ঝরে পড়ে টুপটাপ
পোড়াবে জেনেও দেই আগুনেতে ঝাঁপ!
এ কেমন নেশা ভরা, আঁধারে মানিক!
পাঁজরে বেঁধেছে বাসা রাধার খানিক!
চিরকুটে লিখে দিল মথুরার বিষে!
ভালোবেসে মরে নাতো আর মরে কীসে!
**********************************************

আপ : ০৮:২৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

ভালোবেসে মরে না তো।
সপ্তদ্বীপা অধিকারী।

আঁধার দেখি কেন, বুঝি না তার ভাষা!
তবু লিখি চিরকুট তবু করি আশা
নীরবে ভিতরে ঝরে পড়ে টুপটাপ
পোড়াবে জেনেও দেই আগুনেতে ঝাঁপ!
এ কেমন নেশা ভরা, আঁধারে মানিক!
পাঁজরে বেঁধেছে বাসা রাধার খানিক!
চিরকুটে লিখে দিল মথুরার বিষে!
ভালোবেসে মরে নাতো আর মরে কীসে!
**********************************************