হৃদয়ের জমিন থৈথৈ
শ্রাবণ মেঘের আনকোরা নতুন জলে!
এখানে এখন তিরিং বিরিং করে
জিয়লমাছেরা ঝাঁকে ঝাঁকে,
আর কেউ না জানুক
আমিই শুধু জানি
হৃদয়ে কতোটুকু ঝড় বয়ে গেলে
এমন জল থৈথৈ করে পুরোটা হৃদয় জুড়ে!
আবার এই চোখের দিকে চেয়ে দেখ যদি
মনে হতে পারে তুমি দেখছো
চৈত্রের উত্তপ্ত দুপুরের রোদে ভেজা ক্লান্ত
এবং অতিশয় শুষ্ক কোনো গাছের কোটরে
ঢুকে যাওয়া পাখির পরিত্যক্ত বাসা,
যেখানে এখন শুধু পাখিদের খসে পড়া
পালক ও শুকনো বিষ্ঠা জানান দিচ্ছে
আনুমানিক শেষ কবে এখানটায়
পাখিরা এসেছিলো আশ্রয় নিতে!
তবে কী হৃদয় এবং চোখ সমান্তরালে
বয়ে যায় চিরকালই অনন্তের পথ পরিক্রমায়?









