মুক্ত চিন্তার যত নবীন তরুণ
দলকে দেশপ্রেমের মন্ত্রবাণে
বিপ্লবী চেতনায় জাগতে হবে ৷
উদার বুদ্ধির কবি লেখক সূধীজনকে কলম অস্ত্রকে
জাগরণী শান দিতে হবে ৷
দেশের তরে সমর সাজে
ঘৃণ্য অপশক্তি রুখে দিতে
প্রতিবাদে আজ নামতে হবে ৷
আর একটু কালক্ষেপণ হলে
মাতৃভুমির স্বাধীনতা অস্তিত্ব
মানচিত্র আবার পাল্টে যাবে ৷










