ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জয়শ্রী ভট্টাচার্য’র কবিতা || মৃত্যুঞ্জয় প্রাণ   

  • আপ : ০৭:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • ৪০৯ ভিউ :

Oplus_131072

 

মরমে ছুঁয়ে থাকা স্মৃতি-মোহরগুলো
মরুচারী হয় বারবার
অনিকেত  হওয়া হিরন্ময় ক্ষণগুলো
তোমার প্রজ্ঞা ছুঁয়ে
আবারও স্থিতধী হতে চায়,
ভালোবাসার “বিবিয়ানা”
তোলপাড় করে স্মৃতি-সমুদ্র,,,,,
মৃত্যুঞ্জয় প্রাণ তুমি
তবু একদিন অনিবার্য মৃত্যু এসে
নোঙর ফেলে ধ্রুপদী স্তব্ধতায়।
সময়ের  স্রোতে ভাসে কলার মান্দাস,,,,
অবগুণ্ঠনবতী পদাবলি রাতে
তোমার বেহুলা আজও
অনন্ত  ভাসানে,,,,,

 

 

মৃত্যুঞ্জয় প্রাণ

জয়শ্রী ভট্টাচার্য।

মরমে ছুঁয়ে থাকা স্মৃতি-মোহরগুলো
মরুচারী হয় বারবার
অনিকেত  হওয়া হিরন্ময় ক্ষণগুলো
তোমার প্রজ্ঞা ছুঁয়ে
আবারও স্থিতধী হতে চায়,
ভালোবাসার “বিবিয়ানা”
তোলপাড় করে স্মৃতি-সমুদ্র,,,,,
মৃত্যুঞ্জয় প্রাণ তুমি
তবু একদিন অনিবার্য মৃত্যু এসে
নোঙর ফেলে ধ্রুপদী স্তব্ধতায়।
সময়ের  স্রোতে ভাসে কলার মান্দাস,,,,
অবগুণ্ঠনবতী পদাবলি রাতে
তোমার বেহুলা আজও
অনন্ত  ভাসানে,,,,,

 

 

 

জয়শ্রী ভট্টাচার্য’র কবিতা || মৃত্যুঞ্জয় প্রাণ   

আপ : ০৭:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

 

মরমে ছুঁয়ে থাকা স্মৃতি-মোহরগুলো
মরুচারী হয় বারবার
অনিকেত  হওয়া হিরন্ময় ক্ষণগুলো
তোমার প্রজ্ঞা ছুঁয়ে
আবারও স্থিতধী হতে চায়,
ভালোবাসার “বিবিয়ানা”
তোলপাড় করে স্মৃতি-সমুদ্র,,,,,
মৃত্যুঞ্জয় প্রাণ তুমি
তবু একদিন অনিবার্য মৃত্যু এসে
নোঙর ফেলে ধ্রুপদী স্তব্ধতায়।
সময়ের  স্রোতে ভাসে কলার মান্দাস,,,,
অবগুণ্ঠনবতী পদাবলি রাতে
তোমার বেহুলা আজও
অনন্ত  ভাসানে,,,,,

 

 

মৃত্যুঞ্জয় প্রাণ

জয়শ্রী ভট্টাচার্য।

মরমে ছুঁয়ে থাকা স্মৃতি-মোহরগুলো
মরুচারী হয় বারবার
অনিকেত  হওয়া হিরন্ময় ক্ষণগুলো
তোমার প্রজ্ঞা ছুঁয়ে
আবারও স্থিতধী হতে চায়,
ভালোবাসার “বিবিয়ানা”
তোলপাড় করে স্মৃতি-সমুদ্র,,,,,
মৃত্যুঞ্জয় প্রাণ তুমি
তবু একদিন অনিবার্য মৃত্যু এসে
নোঙর ফেলে ধ্রুপদী স্তব্ধতায়।
সময়ের  স্রোতে ভাসে কলার মান্দাস,,,,
অবগুণ্ঠনবতী পদাবলি রাতে
তোমার বেহুলা আজও
অনন্ত  ভাসানে,,,,,