ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী’র কবিতা || মুখাভিনয়

  • আপ : ০৩:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ৩০৭ ভিউ :

 

অনেক দিন হলো কথা হয়নি
জমা কথা, হাবুডুবু খাচ্ছে এখন
উপচে পড়া অভিমান, ডুগরে কাঁদে
নিরলস প্রয়াস,শুধুই ভালো থাকার
খবর নাও…দেখ ডুবে.. মনের সাগরে।
ঝিনুকের মতো লুকিয়ে রাখা শব্দ
আবদারে বাহারি মুখাভিনয়।
চুপচাপ বলে যায়, অজ্ঞাত সব
তবুও বলি,অনেক দিন কথা হয়নি।
মনের মাঝে কথার খেয়া
অগোছালো এলোমেলো আবছা
দিনান্তে খোঁজে মনের ঠিকানা
জানতে চাওয়া কি প্রাসঙ্গিক নয়?
চিঠিপত্র আজ সেকেলে, সবই নেটে….
হায় হ্যালো , কেমন আছো?
আজো চলছে ডিজিটাল সংঘাতে
আদৌ কি কেউ ভালো আছো?

 

সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী’র কবিতা || মুখাভিনয়

আপ : ০৩:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

 

অনেক দিন হলো কথা হয়নি
জমা কথা, হাবুডুবু খাচ্ছে এখন
উপচে পড়া অভিমান, ডুগরে কাঁদে
নিরলস প্রয়াস,শুধুই ভালো থাকার
খবর নাও…দেখ ডুবে.. মনের সাগরে।
ঝিনুকের মতো লুকিয়ে রাখা শব্দ
আবদারে বাহারি মুখাভিনয়।
চুপচাপ বলে যায়, অজ্ঞাত সব
তবুও বলি,অনেক দিন কথা হয়নি।
মনের মাঝে কথার খেয়া
অগোছালো এলোমেলো আবছা
দিনান্তে খোঁজে মনের ঠিকানা
জানতে চাওয়া কি প্রাসঙ্গিক নয়?
চিঠিপত্র আজ সেকেলে, সবই নেটে….
হায় হ্যালো , কেমন আছো?
আজো চলছে ডিজিটাল সংঘাতে
আদৌ কি কেউ ভালো আছো?