ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জয়া’র কবিতা || শিকভাঙ্গা ছাতা

  • আপ : ১২:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৩২৭ ভিউ :

বৃষ্টিপাত গড়ানো থেমেছে,
জলের ঢেউ গড়ানো থামেনি- এখনো।

শিক ভাঙ্গা ছাতাটি-
না পারছে নিজেকে বাঁচাতে
না পারছে আমার উপর
বর্ষিত বৃষ্টিপাত ঠেকাতে,
পথচারী কেউ বলছে- কৃপণ
কেউ বলছে- লোক দেখানো শুধুই
কেউবা একধাপ এগিয়ে গিয়ে বলছে-
আর কতো; নতুন কিছু যোগাড় কর!

সিদ্ধান্তে অটলবাহী আমি-
একমাত্র শিকভাঙ্গা ছাতাই
রুদ্ররোষ থামাতে অভ্যস্ত ,
কারণ- বৃষ্টি গড়ানো জল
ঢেউ খেলিয়ে যখন রুদ্র আনন্দী;
সেই রুদ্র রোষের সাথে লড়াই
করেই ছাতাটি আজ বিপর্যস্ত ও পর্যুদস্ত।

পথচারীদের বললাম- ছাতাটি
এতোদিন সেবা দিয়েছে আমায়;
আমি করেছি ভোগ———–
আজ শিকভাঙ্গা- তাই
একে অন্যকে করছি উপভোগ।

জয়া’র কবিতা || শিকভাঙ্গা ছাতা

আপ : ১২:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

বৃষ্টিপাত গড়ানো থেমেছে,
জলের ঢেউ গড়ানো থামেনি- এখনো।

শিক ভাঙ্গা ছাতাটি-
না পারছে নিজেকে বাঁচাতে
না পারছে আমার উপর
বর্ষিত বৃষ্টিপাত ঠেকাতে,
পথচারী কেউ বলছে- কৃপণ
কেউ বলছে- লোক দেখানো শুধুই
কেউবা একধাপ এগিয়ে গিয়ে বলছে-
আর কতো; নতুন কিছু যোগাড় কর!

সিদ্ধান্তে অটলবাহী আমি-
একমাত্র শিকভাঙ্গা ছাতাই
রুদ্ররোষ থামাতে অভ্যস্ত ,
কারণ- বৃষ্টি গড়ানো জল
ঢেউ খেলিয়ে যখন রুদ্র আনন্দী;
সেই রুদ্র রোষের সাথে লড়াই
করেই ছাতাটি আজ বিপর্যস্ত ও পর্যুদস্ত।

পথচারীদের বললাম- ছাতাটি
এতোদিন সেবা দিয়েছে আমায়;
আমি করেছি ভোগ———–
আজ শিকভাঙ্গা- তাই
একে অন্যকে করছি উপভোগ।