ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাহানা সুলতানা’র কবিতা || আত্মসমর্পণ

  • আপ : ১২:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ২২৮ ভিউ :

 

কোথাও কোথাও নিজেকে কড়ির দামে বিকিয়ে দিয়ে রাজরানী হয়ে যেতে ভালোই লাগে।
এই যে নিজেকে বিলিয়ে দিলাম,দিতে পারলাম,,
এতেই যেন পরম সুখ।
কখনো কখনো তথাকথিত ইগো,আত্মসম্মান বিসর্জন দেয়ার মাঝেও পরম তৃপ্তি লুকিয়ে থাকে।
দিনরাত অবহেলার, অনীহার ঝুলি নিয়ে বয়ে চলা নদীর মতো শান্ত স্থির থাকায় শান্তি আছে।
কৃপণতা করে সকল কষ্ট একা বইবার সক্ষমতা থাকতে হবে কেন,,
আমার মাঝে সঁপে দিয়ে নিশ্চিন্ত মনে বিশ্রাম নেবে।
সকল গ্লানির বোঝা আমি বস্তাবন্দি করে দেবো,, ভোঁ দৌড়।
তুমি পিছু পিছু ডাকবে,,
এই মেয়ে এই মেয়ে,,দাঁড়াও না।
আমি চলবো সম্মুখে,,
বলে উঠবো,, না না আজ শুনবো না কোন বারণ।
তুমি বলবে, থামো বলছি, এ বোঝা যে ভারী,,,তুমি বইবে কেমন করে?
তুমি আমায় ধরে ফেললে,,আমি ছুটাছুটি করবো।
রাজরানীর মতো আদেশ করবো,,,থাক্,,, এ নিয়ে তোমার ভাবতে হবে না,,,এসব আমায় দিয়ে,,
তুমি একটু স্বস্তি নাও।
চোখের পরে চোখ রেখে বলবো,,,
অনেক দিন এই যন্ত্রণা পুষে রেখেছিলে এবার না হয় আমায় দাও।
তুমি কেমন করুনার চোখে দেখবে আমায়,,
ফিসফিসিয়ে কানের কাছে বলবে,,বড্ড অসময়ে এলে,,,আমি যে নিঃস্ব,,, ভালোবাসাটা বহু আগেই বিলিয়ে দিয়েছি,,,
তোমায় কি দেবো বলোতো?
আমি বলবো,,এই যে অবহেলা,,অনীহা,,,
নিজেকে এভাবে নিঃশেষ করতে পারাটা অনেক সৌভাগ্যের।
ভালোবাসায় আত্মসমর্পণে যে সুখ লুকিয়ে,সে সুখ সবার ভাগ্যে জোটেনা,,
সবাই তো স্বার্থের জন্যে, একটু ভালো থাকতে ভালোবাসা চায়,,
কেউ কেউ না হয়,,শুধুই নিঃস্বার্থে,নিরবতায়,অবহেলায়, ভালোবেসে যাক।

সাহানা সুলতানা’র কবিতা || আত্মসমর্পণ

আপ : ১২:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

 

কোথাও কোথাও নিজেকে কড়ির দামে বিকিয়ে দিয়ে রাজরানী হয়ে যেতে ভালোই লাগে।
এই যে নিজেকে বিলিয়ে দিলাম,দিতে পারলাম,,
এতেই যেন পরম সুখ।
কখনো কখনো তথাকথিত ইগো,আত্মসম্মান বিসর্জন দেয়ার মাঝেও পরম তৃপ্তি লুকিয়ে থাকে।
দিনরাত অবহেলার, অনীহার ঝুলি নিয়ে বয়ে চলা নদীর মতো শান্ত স্থির থাকায় শান্তি আছে।
কৃপণতা করে সকল কষ্ট একা বইবার সক্ষমতা থাকতে হবে কেন,,
আমার মাঝে সঁপে দিয়ে নিশ্চিন্ত মনে বিশ্রাম নেবে।
সকল গ্লানির বোঝা আমি বস্তাবন্দি করে দেবো,, ভোঁ দৌড়।
তুমি পিছু পিছু ডাকবে,,
এই মেয়ে এই মেয়ে,,দাঁড়াও না।
আমি চলবো সম্মুখে,,
বলে উঠবো,, না না আজ শুনবো না কোন বারণ।
তুমি বলবে, থামো বলছি, এ বোঝা যে ভারী,,,তুমি বইবে কেমন করে?
তুমি আমায় ধরে ফেললে,,আমি ছুটাছুটি করবো।
রাজরানীর মতো আদেশ করবো,,,থাক্,,, এ নিয়ে তোমার ভাবতে হবে না,,,এসব আমায় দিয়ে,,
তুমি একটু স্বস্তি নাও।
চোখের পরে চোখ রেখে বলবো,,,
অনেক দিন এই যন্ত্রণা পুষে রেখেছিলে এবার না হয় আমায় দাও।
তুমি কেমন করুনার চোখে দেখবে আমায়,,
ফিসফিসিয়ে কানের কাছে বলবে,,বড্ড অসময়ে এলে,,,আমি যে নিঃস্ব,,, ভালোবাসাটা বহু আগেই বিলিয়ে দিয়েছি,,,
তোমায় কি দেবো বলোতো?
আমি বলবো,,এই যে অবহেলা,,অনীহা,,,
নিজেকে এভাবে নিঃশেষ করতে পারাটা অনেক সৌভাগ্যের।
ভালোবাসায় আত্মসমর্পণে যে সুখ লুকিয়ে,সে সুখ সবার ভাগ্যে জোটেনা,,
সবাই তো স্বার্থের জন্যে, একটু ভালো থাকতে ভালোবাসা চায়,,
কেউ কেউ না হয়,,শুধুই নিঃস্বার্থে,নিরবতায়,অবহেলায়, ভালোবেসে যাক।