মৌন নত মুখে কেবল অপেক্ষা
কাঙ্গাল মন আনমনে ডাকে
মিলন যামিনী গত হলে এসো ফিরে ।।
সবপন দুয়ার ভেঙে এসো প্রাণের দ্বারে
বিষন্নতায় ছেয়ে যাওয়া জীবনে
জোছনা নিমন্ত্রণ রইল নদীর জলে।।
হাহাকার জমে বুকের গভীরে
অমাবস্যার রাতে ভারি বোঝা বিষাদের
খচখচ কাটা ফুটে অপেক্ষার বুকে।।
মধ্যাহ্ন কূজনে অস্থির আঙিনা মনের
আকাঙ্খার ভেলা বইছি উজানে
ঘুচাইবে কি যাতনা বসি মোর প্রাণে।।
আত্ম বঞ্চনার মোহে নিজেকে ভুলিয়ে
অপেক্ষার সাগরে মনকে দেই ডুবিয়ে
ঝড়ের জীবন শুধুই যাচ্ছে ফুরিয়ে।।
দীর্ঘ প্রতিহ্মায় ক্লান্ত মনে
মৃত্যু দাঁড়াবে অপেক্ষার দুয়ারে
সাঙ্গ হবে খেলা হিদয় তরঙ্গের।।