আনন্দ কি আর ছোট হয়
ঈদ বলে সে কথা,
তবুও ঈদের আনন্দ আজ
বুকে বাড়ায় ব্যথা।
প্যালেস্টাইন ইউক্রেন যখন
কাঁদছে মৃত্যু শোকে,
কি করে তখন আনন্দে মাতি
গোস্ত সিমাই ভোগে।
নতুন জামাও উঠছে না গায়
পড়ছে মনে শিশুর মুখ,
জল্লাদের বোমার ঘায়ে
নিথর শরীর বাড়ায় দুখ।
চাই না এমন ঈদের খুশি
বিশ্বজুড়ে শান্তি চাই,
বন্ধ হোক সব যুদ্ধ খেলা
এসো সবে শান্তি বিলাই।
২৬ মার্চ, ২০২৪।










