তুমি দূরে বলেই বুঝি
ভালোবাসা আজ গভীর সাগরের ঢেউ,
যার প্রতিটি তরঙ্গ, আমার হৃদয়ের কান্না ও আশ্রয়।
তোমার না বলা কথাগুলো
রোজ রাতের নীরবতার ভিতরে ছায়া ফেলে,
আর আমি, প্রতিটি শব্দে তোমার নাম খুঁজি,
প্রতিটি নীরব মুহূর্তে তোমার স্পর্শ আঁকি।
তোমার নিঃশব্দতা
আমার শব্দ হয়ে উঠেছে আজ,
আমার কবিতার পঙক্তিতে তুমি,
আমার গানের সুরে শুধু তোমারই ছায়া।
তুমি দূরে আছো,
তবুও এই মন জানে
ভালোবাসা দূরত্ব মানে না,
ওটা নিঃশব্দতার মধ্যেই কথা বলে।