ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফারজানা এ্যালি’র কবিতা || জিজ্ঞাসা

  • আপ : ১২:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৫৪১ ভিউ :

তোমার সামনে অন্তত বয়ে যাওয়া এক নদী
তোমার পেছনে তৃষ্ণাকাতর ভালোবাসা
ডাকছে তোমায় নীল সীমান্তের নীলাম্বরী
তুমি উড়লে হারাবে উজ্জ্বল জোৎস্না রাত্রি
তোমার সামনে অবারিত সবুজ প্রান্তর
তোমার আড়ালে সুখ, আনন্দ, ভালোবাসায়
সাজানো ছোট্ট এক কুড়ে ঘর।
তোমার সামনে স্বপ্নের হাতছানি,
পেছনে এক আকাঙ্ক্ষার নীল সুখপাখি।
হাত বাড়ালেই পাবে তুমি-
ভালোবাসার বৃষ্টির মেঘমালা।
খুঁজতে গেলে পাবে তুমি,-
শ্রাবনের ডানাভাঙা মেঘাচ্ছন্ন নীলিমা,,।
ডানে তোমার নক্ষত্রখচিত
আকাশ খোলা।
বায়ে তোমার স্বপ্নে মোড়ানো
ভালোবাসার গল্প কথা।
স্বভাবতই পেছনে ফেরা তোমার অস্মতি।
সামনেও সর্বনাশ আজ,
বলো তুমি –
কোন দিকে যাবে আজ???

ফারজানা এ্যালি’র কবিতা || জিজ্ঞাসা

আপ : ১২:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

তোমার সামনে অন্তত বয়ে যাওয়া এক নদী
তোমার পেছনে তৃষ্ণাকাতর ভালোবাসা
ডাকছে তোমায় নীল সীমান্তের নীলাম্বরী
তুমি উড়লে হারাবে উজ্জ্বল জোৎস্না রাত্রি
তোমার সামনে অবারিত সবুজ প্রান্তর
তোমার আড়ালে সুখ, আনন্দ, ভালোবাসায়
সাজানো ছোট্ট এক কুড়ে ঘর।
তোমার সামনে স্বপ্নের হাতছানি,
পেছনে এক আকাঙ্ক্ষার নীল সুখপাখি।
হাত বাড়ালেই পাবে তুমি-
ভালোবাসার বৃষ্টির মেঘমালা।
খুঁজতে গেলে পাবে তুমি,-
শ্রাবনের ডানাভাঙা মেঘাচ্ছন্ন নীলিমা,,।
ডানে তোমার নক্ষত্রখচিত
আকাশ খোলা।
বায়ে তোমার স্বপ্নে মোড়ানো
ভালোবাসার গল্প কথা।
স্বভাবতই পেছনে ফেরা তোমার অস্মতি।
সামনেও সর্বনাশ আজ,
বলো তুমি –
কোন দিকে যাবে আজ???