এখনো কি আমার ভালোবাসা সম্পর্কে
তোমার কোন সন্দেহ আছে?
বুঝিনা কেন যে আমার ভালোবাসাকে
দীর্ঘ সুতোয় ঝুলে রেখেছ নানা ছুতোয়,
বলা যায়, যতোই দিন যাচ্ছে ততোই তোমাকে
ভালোবাসা কিংবা তোমাকে স্পর্শের ইচ্ছা,
গাঢ় থেকে গাঢ় তর হচ্ছে।
জেদি জুয়াড়ীর মতো আমার অস্তিত্ব,
এমনকি আমার ভালোবাসা পর্যন্ত বাজী রেখে খেলে যাচ্ছি
আর ভাবছি,
একবারও জিতবনা কেন?
ধৈর্যের পরীক্ষা নেবে, কিংবা ভালোবাসার?
বেশ তো, নাও না।
তাতে আমি নিশ্চিত জানি,
জিতবো আমিই।
আমি তো একাই ছিলাম,
কিন্তু এখন তো তোমার স্পর্শের উত্তাপ ছাড়া,
আমার প্রাণের স্পন্দন কিছুতেই হয়না।
তার পরেও আমার ইচ্ছা গুলো,
আশা গুলো, পাতা ঝরা বৃক্ষর ছায়য় ঝিমায়।
তাই তোমাকে ভালোবেসে এই দীর্ঘ পথ
পাড়ি দিতে গিয়ে মাঝ পথে
সরে যেতে হয় আমাকে,
রক্তাক্ত সত্তা নিয়ে।










