ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুভাষ বসু’র কবিতা || কবিতা

  • আপ : ০৪:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ২৭২ ভিউ :

যদিও সেদিন কৃষ্ণ পক্ষ, তবুও জ্যেৎস্না এসে আমার কাছে দাঁড়াল।
স্তম্ভিত হলেও বিস্মিত হইনি কারণ-
আলো অন্ধকার ভালো মন্দ
এ সব নিয়েই তো জীবন বাঁধা।
কৃষ্ণ যতোই ঢেকে রাখুক না কেন জ্যেৎস্নাকে,
সামান্য সুযোগ পেলেই সে বেরিয়ে আসবে,আর উঁকি মারবে
ভাঙ্গা হৃদয়ের পর্ণ কুঠিরে।

সুভাষ বসু’র কবিতা || কবিতা

আপ : ০৪:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

যদিও সেদিন কৃষ্ণ পক্ষ, তবুও জ্যেৎস্না এসে আমার কাছে দাঁড়াল।
স্তম্ভিত হলেও বিস্মিত হইনি কারণ-
আলো অন্ধকার ভালো মন্দ
এ সব নিয়েই তো জীবন বাঁধা।
কৃষ্ণ যতোই ঢেকে রাখুক না কেন জ্যেৎস্নাকে,
সামান্য সুযোগ পেলেই সে বেরিয়ে আসবে,আর উঁকি মারবে
ভাঙ্গা হৃদয়ের পর্ণ কুঠিরে।