ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রুদ্র মুহম্মদ জাহিদুল এর কবিতা || কোটা সংস্কার

  • আপ : ০৫:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • ২৫৩ ভিউ :

 

বীর শহীদের রক্তে লেখা
কোটা সংস্কার
এই দেশটা নয় শকুনের
সব জনতার।

বীরের রক্তে পেলাম মোরা
স্বাধীন একটি দেশ
সুজলা সুফলা শস্য শ্যামল
রুপের নেই তো শেষ।

বীর শহীদের রক্তে ভেজা
বাংলা মায়ের মাটি
এদেশ আমার এদেশ তোমার
সব জনতার ঘাটি।

বাংলা মায়ের শীতল কোলে
শান্তি খুঁজে পাই
এই দেশেতে জন্ম মৃত্যু
কাটিয়ে দিতে চাই।

রুদ্র মুহম্মদ জাহিদুল এর কবিতা || কোটা সংস্কার

আপ : ০৫:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

 

বীর শহীদের রক্তে লেখা
কোটা সংস্কার
এই দেশটা নয় শকুনের
সব জনতার।

বীরের রক্তে পেলাম মোরা
স্বাধীন একটি দেশ
সুজলা সুফলা শস্য শ্যামল
রুপের নেই তো শেষ।

বীর শহীদের রক্তে ভেজা
বাংলা মায়ের মাটি
এদেশ আমার এদেশ তোমার
সব জনতার ঘাটি।

বাংলা মায়ের শীতল কোলে
শান্তি খুঁজে পাই
এই দেশেতে জন্ম মৃত্যু
কাটিয়ে দিতে চাই।