সুখ কে দিবে আমাকে সুখ?
যে রাস্তার ধারে শিউলি ফুল নিয়ে দাঁড়িয়ে ছিল?
না সব কল্পনা , কল্পনা আমাকে ভাবিয়ে তোলে ।
আনমনা মন শুধু তোমাকে খুঁজে ।
সেদিন জোসনা রাতে নদীর ধারে দাঁড়িয়ে,
আমাকে বলেছিলে ভালোবাসি।
নদীর টলমল জলের উপর যখন চাঁদের কিরণ পড়েছে,
তাঁহার মুখটি রূপালী আভায় আলোকিত করেছে।
কি দারুন লেগেছিল সেদিন,
সেদিনের অপেক্ষায় কত রাত কেটে গেল।
কিন্তু এলো না ফিরে এতটুকু সুখ নিয়ে!