ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টুলটুল গাঙ্গুলী’র কবিতা || নব বর্ষা কলমে

  • আপ : ০৬:৪৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • ২৭০ ভিউ :

 

ঘন কালো মেঘে ছেয়েছে আকাশ
থমকে গিয়েছে দক্ষিনা বাতাস
চারিদিক বড়ো হয়েছে নীরব
বন্ধ করেছে পাখি কলরব ।

ফিরে যায় ঘরে রাখালের দল
উদাসী বধূর মন চঞ্চল
মেঠো পথ ধরে দ্রুত হেঁটে যায়
ঘরে ফিরে যায় যে ছিল যেথায়।

শুষ্ক ধরণী করে হাহাকার
আকাশের পানে চায় বারেবার
দামিনী চমকে , গর্জায় বাজ,
কর্ণে প্রবেশে সোঁ সোঁ আওয়াজ

শত সহস্র মুক্তো ঝরিয়ে
বন জনপদ হরষে ভরিয়ে
আসে অবশেষে সেই শুভক্ষণ
বর্ষা-পৃথ্বীর মধুর মিলন।

তৃষিত ধরার তৃষ্ণা মেটায়
নব বরষার অঝোর ধারায়।।

শ্রীরামপুর , হুগলী
পশিমবঙ্গ, ভারত

টুলটুল গাঙ্গুলী’র কবিতা || নব বর্ষা কলমে

আপ : ০৬:৪৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

 

ঘন কালো মেঘে ছেয়েছে আকাশ
থমকে গিয়েছে দক্ষিনা বাতাস
চারিদিক বড়ো হয়েছে নীরব
বন্ধ করেছে পাখি কলরব ।

ফিরে যায় ঘরে রাখালের দল
উদাসী বধূর মন চঞ্চল
মেঠো পথ ধরে দ্রুত হেঁটে যায়
ঘরে ফিরে যায় যে ছিল যেথায়।

শুষ্ক ধরণী করে হাহাকার
আকাশের পানে চায় বারেবার
দামিনী চমকে , গর্জায় বাজ,
কর্ণে প্রবেশে সোঁ সোঁ আওয়াজ

শত সহস্র মুক্তো ঝরিয়ে
বন জনপদ হরষে ভরিয়ে
আসে অবশেষে সেই শুভক্ষণ
বর্ষা-পৃথ্বীর মধুর মিলন।

তৃষিত ধরার তৃষ্ণা মেটায়
নব বরষার অঝোর ধারায়।।

শ্রীরামপুর , হুগলী
পশিমবঙ্গ, ভারত