ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আহমেদ সজীব এর কবিতা || হেমন্ত

  • আপ : ১২:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ৩৩৬ ভিউ :

 

হেমন্ত তুমি হরেক ফুলের বিচিত্র বাহার,
কুয়াশায় মুড়িয়ে নিরবে তুমি আস
নির্মল এক অতিথি হয়ে,
তুমি দেখ নতুন ফসলের সাথে কৃষকের প্রেম,
তোমার আগমনে পিঠাপুলির উৎসবে মুখর
লাল সবুজের আংগিনা।
ষড়ঋতুর বাংলায় তুমি অপূর্ব এক মহিমা,
তুমি রূপ বদলের পরিক্রমায় অনন্য অপরূপা,
প্রকৃতি সাজে নবরূপে হাসিমাখা মুখে
সুখস্মৃতিরা যেন করে আয়োজন
চড়ুইভাতির মেলা।
তোমার আলিংগনে মোহাচ্ছন্ন তরংগকুল,
ভালবাসায় ছোটে সবাই পরিণয়ের আ্‌শায়,
মহাকাশের মহামায়ায় হেমন্ত তুমি
বাংলার পরিসীমায় এক পরম অনুভূতি।
তোমার ছন্দের যাদুতে মন্ত্রমুগ্ধ পক্ষীকূল
দিগন্তময় শীতল বনানীর পত্রপল্লবে
মুক্ত মনে গায় প্রাণের গান,
অবারিত জলরাশীর নিশ্চুপ নিবিড়তায়
তুমি হেমা মালিনী – তুমি হৈমন্তী,
সবার নজর কাড়া রূপবতী তুমি,
তোমার আগমনে প্রকৃতি যেন পায়
রূপ বদলের পরশমণি।
ভালবাসার গুঞ্জনে তুমি উকি মার আড়ালে
নব বধূর শান্ত চলনে তুমি নিরব এক সংগিনী,
অশান্ত মানবতার অবরুদ্ধতায়
তুমি যেন মহামুক্তি।
ঋতুর পালা বদলে তুমি অগ্রগামী,
মাঠে প্রান্তরে অবারিত তুমি চিরবরেণ্য

আহমেদ সজীব এর কবিতা || হেমন্ত

আপ : ১২:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

 

হেমন্ত তুমি হরেক ফুলের বিচিত্র বাহার,
কুয়াশায় মুড়িয়ে নিরবে তুমি আস
নির্মল এক অতিথি হয়ে,
তুমি দেখ নতুন ফসলের সাথে কৃষকের প্রেম,
তোমার আগমনে পিঠাপুলির উৎসবে মুখর
লাল সবুজের আংগিনা।
ষড়ঋতুর বাংলায় তুমি অপূর্ব এক মহিমা,
তুমি রূপ বদলের পরিক্রমায় অনন্য অপরূপা,
প্রকৃতি সাজে নবরূপে হাসিমাখা মুখে
সুখস্মৃতিরা যেন করে আয়োজন
চড়ুইভাতির মেলা।
তোমার আলিংগনে মোহাচ্ছন্ন তরংগকুল,
ভালবাসায় ছোটে সবাই পরিণয়ের আ্‌শায়,
মহাকাশের মহামায়ায় হেমন্ত তুমি
বাংলার পরিসীমায় এক পরম অনুভূতি।
তোমার ছন্দের যাদুতে মন্ত্রমুগ্ধ পক্ষীকূল
দিগন্তময় শীতল বনানীর পত্রপল্লবে
মুক্ত মনে গায় প্রাণের গান,
অবারিত জলরাশীর নিশ্চুপ নিবিড়তায়
তুমি হেমা মালিনী – তুমি হৈমন্তী,
সবার নজর কাড়া রূপবতী তুমি,
তোমার আগমনে প্রকৃতি যেন পায়
রূপ বদলের পরশমণি।
ভালবাসার গুঞ্জনে তুমি উকি মার আড়ালে
নব বধূর শান্ত চলনে তুমি নিরব এক সংগিনী,
অশান্ত মানবতার অবরুদ্ধতায়
তুমি যেন মহামুক্তি।
ঋতুর পালা বদলে তুমি অগ্রগামী,
মাঠে প্রান্তরে অবারিত তুমি চিরবরেণ্য