আমাকে যদি প্রশ্ন করা হয় মানুষের মধ্যকার
সম্পর্কের নাম কী
আমি নির্বিঘ্নে বলে দিতে পারি
মানুষের মধ্যকার সম্পর্কের নাম টাকা!
কাগজে ছাপানো টাকা অমূল্য ধন
এ টাকাই টিকিয়ে রেখেছে জগৎ সংসার
আবার আমাকে যদি প্রশ্ন করা হয়
মানুষের মধ্যকার দূরত্বের নাম কী
আমি বলবো মানুষের মধ্যকার দূরত্বের নাম
ক্ষুধা ও দারিদ্র্য!
আমাকে যদি প্রশ্ন করা হয়
মানুষের দুঃখ দুর্দশা দূর করার উপায় কী?
আমি বলবো মানুষের দুঃখ দুর্দশা
দূর করার উপায় ক্ষমতা, ক্ষমতা গ্রহণ
এই ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ করতে
প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতায় আসে
তারাই পরে লুটপাট চালায়
যারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল ন্যায় বিচারের
তারাই ক্ষমতা গ্রহণ করে
অনাহার ক্লিষ্ট মানুষের দিকে তাকায় না
আফসোস!
আমার দিন না কাটে না রাত কাটে না
মানুষেরই চিন্তায়
আমি চাই ক্ষুধা মুক্ত পৃথিবী হোক
অসুখ বিসুখ মুক্ত সুস্থ সমাজ আমি চাই
আপনিও কি তা চান?
তবে আসুন
অনাহারী মানুষের মুখে অন্ন তুলে দিতে
বস্ত্রহীন মানুষের পরনে কাপড় পরিয়ে দিতে
ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিতে
শুরু হোক নতুন বছরে সবার প্রতিজ্ঞা।










