ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টিটু বাহার এর কবিতা || ফিলিস্তিনিরা স্বাধীনতা আনবেই

  • আপ : ০৮:৩৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ২১৫ ভিউ :

ইসরাইলের আক্রমণ ফিলিস্তিন জ্বলছে,
শহর, গ্রাম, উপত্যকা সব এলাকা বিধ্বস্ত।
বিমানে রকেটে বুলেটে বোমায়
নৃশংস বীভৎস তীব্র হামলায়
ফিলিস্তিনের অগণিত প্রাণ
প্রতিনিয়ত অকালে নির্মমভাবে ঝরে যাচ্ছে।
অসহায় নারী শিশুর ঝলসানো শরীর
অঙ্গ পতঙ্গ অপহৃত ছিন্নভিন্ন মানুষ
যন্ত্রণা কাতর তাদের করুন কান্না
কিভাবে তুমি আত্ম ক্রোধে সংবরণ করবে
নিষ্ঠুর হত্যার শিকার যারা
তাদের অসহায় আর্তনাদ
পৃথিবীর আকাশ বাতাস
প্রকম্পিত করে তুলেছে
ফিলিস্তিনি জনগণ একদিন
লড়াই করে সফলতা আনবেই
মায়ের হাতে শপথ নিয়ে
ছিনিয়ে আনবেই স্বাধীনতা।

টিটু বাহার এর কবিতা || ফিলিস্তিনিরা স্বাধীনতা আনবেই

আপ : ০৮:৩৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

ইসরাইলের আক্রমণ ফিলিস্তিন জ্বলছে,
শহর, গ্রাম, উপত্যকা সব এলাকা বিধ্বস্ত।
বিমানে রকেটে বুলেটে বোমায়
নৃশংস বীভৎস তীব্র হামলায়
ফিলিস্তিনের অগণিত প্রাণ
প্রতিনিয়ত অকালে নির্মমভাবে ঝরে যাচ্ছে।
অসহায় নারী শিশুর ঝলসানো শরীর
অঙ্গ পতঙ্গ অপহৃত ছিন্নভিন্ন মানুষ
যন্ত্রণা কাতর তাদের করুন কান্না
কিভাবে তুমি আত্ম ক্রোধে সংবরণ করবে
নিষ্ঠুর হত্যার শিকার যারা
তাদের অসহায় আর্তনাদ
পৃথিবীর আকাশ বাতাস
প্রকম্পিত করে তুলেছে
ফিলিস্তিনি জনগণ একদিন
লড়াই করে সফলতা আনবেই
মায়ের হাতে শপথ নিয়ে
ছিনিয়ে আনবেই স্বাধীনতা।