ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আফিয়া রুবি’র কবিতা || দুঃখ যখন সঙ্গী হয়

  • আপ : ০১:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ২৩১ ভিউ :

 

দুঃখ তো নয় আমিই বুঝি চলতে চলতে সঙ্গী হই
যতই তাড়াই দুঃখ বলে আমরা মানার পাত্র নই
মুচকি হাসি বলি দুঃখ হার মানা যে আমারও মানা
বিদায় নিবে কেমন করে আছে আমার তাও জানা

দুঃখ তুমি যতই আসো আমার সবুর তারচে বেশি
হাসতে পারি ভাসতে পারি তেজেও যে খাঁটি দেশি
রুখতে জানি ঘুরতে জানি সময় বুঝে আমিও চিনি
ফুলটি যেমন গ্রহণ করি প্রয়োজনে বারুদও কিনি

জ্বালতে এসে জ্বলতে জ্বলতে তুমিই যে হবে শেষ
শেষ হাসিটা আমি-ই হাসবো দেখো তুমি অবশেষ।

আফিয়া রুবি’র কবিতা || দুঃখ যখন সঙ্গী হয়

আপ : ০১:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

 

দুঃখ তো নয় আমিই বুঝি চলতে চলতে সঙ্গী হই
যতই তাড়াই দুঃখ বলে আমরা মানার পাত্র নই
মুচকি হাসি বলি দুঃখ হার মানা যে আমারও মানা
বিদায় নিবে কেমন করে আছে আমার তাও জানা

দুঃখ তুমি যতই আসো আমার সবুর তারচে বেশি
হাসতে পারি ভাসতে পারি তেজেও যে খাঁটি দেশি
রুখতে জানি ঘুরতে জানি সময় বুঝে আমিও চিনি
ফুলটি যেমন গ্রহণ করি প্রয়োজনে বারুদও কিনি

জ্বালতে এসে জ্বলতে জ্বলতে তুমিই যে হবে শেষ
শেষ হাসিটা আমি-ই হাসবো দেখো তুমি অবশেষ।