ঝিলের ধারে পুকুর পাড়ে,
একটি হিজল গাছ,
গাছের ছায়ায় উঠছে ভেসে
দু’টি শৈল মাছ।
মা মাছের সাথে আছে
হাজারখানেক পোনা,
মাকে ঘিরে চারিধারে
করছে আনাগোনা।
ক’দিন ধরে উপোস আছে,
পেটে নেইকো দানা,
মা করেছে পোকা-মাকড়
শিকার করতে মানা।
একটি হিংস্র পাখি এসে
বসল হিজল গাছে,
সেই পাখিটি পোনার ঝাঁকে
নিরিখ করে আছে।
ওৎঁপাতিল লোভী পাখি
সবুজ পাতার ফাঁকে।
পাইলে সুযোগ মারবে ছোঁবল
মাছের পোনার ঝাঁকে,
শিকারীর এক গুলি এসে
লাগে পাখির গায়,
আহত সেই হিংস্র পাখি
নীচে পড়ে যায়।
শৈল মাছটা হা- করিয়া
পাখিটিকে ধরে,
অন্যের জন্য কুয়া কাটলে
সেই কুয়ায় সে পরে।
নিজের দোষে হিংস্র পাখির
পরান চলে যায়,
বেঁচে থাকতে এই দুনিয়ায়
পাপের ফল সে পায়।
লেকখঃ জানে আলম মুনশী,
কবি ও ছড়াকার।