ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চিরঞ্জিত ভাণ্ডারী’র কবিতা || আগুন জ্বালিয়ে রেখো

  • আপ : ০৬:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • ২৭৫ ভিউ :

 

ভুল করেও চেনাতে যেওনা
উদাসীন থেকো ঠিক যেভাবে
একটা গাছ একটা ভেষজ গাছ
দাঁড়িয়ে থাকে অপাত্রের উঠোন মাঝে।

যারা সব জেনেও
চুপ থাকে
তাদের কাছে এতটায় সহজ হয়ে উঠো যে
যেন মনে করে তোমার মতো তুচ্ছ
আগাছাও নয়।

শুধু মনের ভেতর আগুন জ্বালিয়ে রাখো
এতটাই প্রকাশ ফেলে দাও
যেন ওরা চোখ তুলে তাকাতে না পারে।

ঠিক তখন তুমি তাদের লজ্জা ভাঙিয়ে
বুকের মাঝে ধরো ভালোবেসে
স্পর্শমণির ছোঁয়ায় লোহা সোনা হয়ে উঠুক
রুক্ষ ভূমিতে স্থাপিত হোক একেকটি আলোর অক্ষর।

চিরঞ্জিত ভাণ্ডারী’র কবিতা || আগুন জ্বালিয়ে রেখো

আপ : ০৬:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

 

ভুল করেও চেনাতে যেওনা
উদাসীন থেকো ঠিক যেভাবে
একটা গাছ একটা ভেষজ গাছ
দাঁড়িয়ে থাকে অপাত্রের উঠোন মাঝে।

যারা সব জেনেও
চুপ থাকে
তাদের কাছে এতটায় সহজ হয়ে উঠো যে
যেন মনে করে তোমার মতো তুচ্ছ
আগাছাও নয়।

শুধু মনের ভেতর আগুন জ্বালিয়ে রাখো
এতটাই প্রকাশ ফেলে দাও
যেন ওরা চোখ তুলে তাকাতে না পারে।

ঠিক তখন তুমি তাদের লজ্জা ভাঙিয়ে
বুকের মাঝে ধরো ভালোবেসে
স্পর্শমণির ছোঁয়ায় লোহা সোনা হয়ে উঠুক
রুক্ষ ভূমিতে স্থাপিত হোক একেকটি আলোর অক্ষর।