ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

স্নেহাশীষ নস্কর(মুকুল) এর কবিতা || জবাবদিহি

  • আপ : ০৪:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ২৫০ ভিউ :

 

দীপ্ত যৌবনের লেলিহান শিখায়
সেদিন ধরায় আনিলে যাহারে,
যদি সে শুধায় – কি দিয়েছো মোরে
বলো কি দেবে জবাব তাহারে?

তুমি যা দিয়েছো তাহারে
শুধু একটি নাম,একটি পরিচয়,
সমাজের বুকে বেঁচে থাকিবার
শুধু এইটুকু,আর কিছু নয়।

যখনই চেয়েছে,তখনই পেয়েছে
উদার হস্তে করিয়াছ দান,
শুধু অবহেলা তারই বেলা
সেওতো ছিল তোমারই সন্তান।

তোমারই রক্ত বহে তারও ধমনীতে
বলো তুমি তার কি অপরাধ,
শুধুই করেছ তারে বঞ্চিত
পূরণ করোনি কোনো সাধ।

যত অনাদর,যত অবহেলা
তিলে তিলে সে করেছে জমা,
প্রশ্ন করো বিবেকের কাছে
বিশ্বপিতা করিবে কি ক্ষমা?

আজ সে করিয়াছে পার
অর্ধশত পঞ্চম বসন্ত,
এমনই ভাগ্য তাহার
তবু নেই অবহেলার অন্ত।

 

স্নেহাশীষ নস্কর(মুকুল) এর কবিতা || জবাবদিহি

আপ : ০৪:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

 

দীপ্ত যৌবনের লেলিহান শিখায়
সেদিন ধরায় আনিলে যাহারে,
যদি সে শুধায় – কি দিয়েছো মোরে
বলো কি দেবে জবাব তাহারে?

তুমি যা দিয়েছো তাহারে
শুধু একটি নাম,একটি পরিচয়,
সমাজের বুকে বেঁচে থাকিবার
শুধু এইটুকু,আর কিছু নয়।

যখনই চেয়েছে,তখনই পেয়েছে
উদার হস্তে করিয়াছ দান,
শুধু অবহেলা তারই বেলা
সেওতো ছিল তোমারই সন্তান।

তোমারই রক্ত বহে তারও ধমনীতে
বলো তুমি তার কি অপরাধ,
শুধুই করেছ তারে বঞ্চিত
পূরণ করোনি কোনো সাধ।

যত অনাদর,যত অবহেলা
তিলে তিলে সে করেছে জমা,
প্রশ্ন করো বিবেকের কাছে
বিশ্বপিতা করিবে কি ক্ষমা?

আজ সে করিয়াছে পার
অর্ধশত পঞ্চম বসন্ত,
এমনই ভাগ্য তাহার
তবু নেই অবহেলার অন্ত।