একটা নীল কাঁচের গ্লাসের মধ্যে
সাঁতরে চলছি প্রায় মৃত
কোনো পিঁপড়ার মতো প্রাণপণ!
আমাকে তোমার
একটু আঙুলের ছোঁয়াই বাঁচাতে পারে,
ডাঙায় উঠতে পারি
শুধু তুমি ছুঁয়ে দিলেই!
অথচ সেদিকে তুমি উদাসীন!
নীল কাঁচের গ্লাসের মধ্যে সাঁতাররত
আমার নড়াচড়া করার সময়
যেটুকু জলের ঢেউ দৃশ্যমান ;
তুমি সেটাই দেখছো পরম আনন্দ নিয়ে!
তোমার চোখে সেকি বিষ্ময়ের বিদ্যুতের খেলা!
তা দেখতে দেখতে আমি ডুবে তলিয়ে যাচ্ছি
সেই নীল কাঁচের গ্লাসের তলানিতে!