ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শাহনাজ পারুল এর কবিতা || আমার বাংলা

  • আপ : ০২:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • ১৭৬ ভিউ :

 

আমার বাংলা আজ তোমার বুকে
দাউ দাউ করে আগুন জ্বলছে

অনেক ভাঙচুর হচ্ছে তোমার বুক

তোমারে এই ভাঙ্গা বুকে আবার
কবে ফুল ফুটবে জানিনা

তোমার ভাঙ্গা বুক দেখতে আর
পারিনা.. অনেক কষ্ট হয়

কত স্নিগ্ধ হাসি হেসেছিলে
মন উজাড় করে

আজ তোমার বুক ভর্তি হাহাকার

তোমার বুকে দামাল ছেলেরা
কত আনন্দ মনে স্বপ্ন দেখেছিল

তোমার সোনার ছেলেদের
বুকে আজ রক্তের দাগ

আজ আমাদের মন ভালো নেই।

শাহনাজ পারুল এর কবিতা || আমার বাংলা

আপ : ০২:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

 

আমার বাংলা আজ তোমার বুকে
দাউ দাউ করে আগুন জ্বলছে

অনেক ভাঙচুর হচ্ছে তোমার বুক

তোমারে এই ভাঙ্গা বুকে আবার
কবে ফুল ফুটবে জানিনা

তোমার ভাঙ্গা বুক দেখতে আর
পারিনা.. অনেক কষ্ট হয়

কত স্নিগ্ধ হাসি হেসেছিলে
মন উজাড় করে

আজ তোমার বুক ভর্তি হাহাকার

তোমার বুকে দামাল ছেলেরা
কত আনন্দ মনে স্বপ্ন দেখেছিল

তোমার সোনার ছেলেদের
বুকে আজ রক্তের দাগ

আজ আমাদের মন ভালো নেই।