কবি তোমার কথা শুনতে চাই, তুমি চুপ করে আছো কেন? কিছু একটা বল।
বসন্তে বাংলাবসন্ত উথাল-পাতাল অথচ রক্তের রঙে খুঁজে ফিরছ গাঙ্গেয় অস্তরাগ।
উদিত সূর্য ঝলমলে আলো দেয়ার আগেই যেন অস্ত যাচ্ছে নুনাভুতের গভীর আঁধারে। বাতাসে ভাসছে লেথাল গানের বারুদ শব্দ, মৃত্যু কান্না, অথচ একতারায় খুঁজছ লালনকে!
মানবতা, মানবধর্ম বলতে বলতে হাজার বছর ধরে কত ধর্ম এলো, কত তত্ত্ব, তথ্য লেখা হল, যুদ্ধ হল, মৃত্যু হল, ধ্বংস হল,
নির্মাণ হল অথচ গীতাঞ্জলিতে খুঁজছ এখনও জাতিয় সংগীতের মানে ।
কবি, কথা বলছ না কেন? কিছু একটা করো। মুখ বুঁজে, কলম বন্ধ করে, কিসের অপেক্ষায় আর একটা যুদ্ধ খুঁজে ফিরছ। বল- আর কত যুদ্ধ লাগবে নিজেকে স্বৈরাচার বিরোধী বাঙালি পরিচয় দিতে?
০৮ অক্টোবর, ২০২৪।