ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পলক রহমান এর কবিতা || আমরা বাংলাদেশি

  • আপ : ০১:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ১৭৬ ভিউ :

 

বেশ গর্ব আমাদের-
বাংলাদেশি হয়ে আমরা মরতে জানি না,
বাংলাদেশি হয়ে মোরা ডরতে জানি না।
আমরা গড়তে শিখেছি, গড়তে জানি।
আমরা লড়তে শিখেছি, লড়তে জানি।
আমরা বাঁচতে শিখেছি, বাঁচতে জানি।
আমরা হাসতে শিখেছি, হাসতে জানি।

কিন্তু এর পরেও-
বাংলাদেশি হয়ে আজ সততা ভুলেছি
বাংলাদেশি হয়ে আজ সঠতা শিখেছি?
আমরা সততা বুঝি কিন্তু চর্চা করি না।
আমরা অন্যায় বুঝি, প্রতিবাদ করি না।
আমরা তর্ক করি সঠিক বিচার মানি না।
আমরা লজ্জা বুঝি, লজ্জিত হোই না।

কিন্তু এর পরেও-
বাংলাদেশি হয়ে দা’গিরিকে না শিখেছি।
বাংলাদেশি হয়ে ভিক্ষা না দান শিখেছি।
আমরা বেঁচে তো আছি ভুখা থাকছি না।
জ্যামে আটকে থাকছি হাল ছাড়ছি না।
সরকারকে গালি দিচ্ছি, বদলাচ্ছি না।
সরকার বদলালেও নিজে বদলাচ্ছি না।

কেবল উত্তর খুঁজে পাই না-
কত রক্ত বা লাশ হলে মানুষ সভ্য হয়?
কতটুকু শক্ষিত হলে মানুষ বিনয়ী হয়?
কত কান্নার জলে সঠিক সুবিচার হয়?
কত হাজার বছর হলে বদলানো যায়!

০৭ জানুয়ারি, ২০২৫।

পলক রহমান এর কবিতা || আমরা বাংলাদেশি

আপ : ০১:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

 

বেশ গর্ব আমাদের-
বাংলাদেশি হয়ে আমরা মরতে জানি না,
বাংলাদেশি হয়ে মোরা ডরতে জানি না।
আমরা গড়তে শিখেছি, গড়তে জানি।
আমরা লড়তে শিখেছি, লড়তে জানি।
আমরা বাঁচতে শিখেছি, বাঁচতে জানি।
আমরা হাসতে শিখেছি, হাসতে জানি।

কিন্তু এর পরেও-
বাংলাদেশি হয়ে আজ সততা ভুলেছি
বাংলাদেশি হয়ে আজ সঠতা শিখেছি?
আমরা সততা বুঝি কিন্তু চর্চা করি না।
আমরা অন্যায় বুঝি, প্রতিবাদ করি না।
আমরা তর্ক করি সঠিক বিচার মানি না।
আমরা লজ্জা বুঝি, লজ্জিত হোই না।

কিন্তু এর পরেও-
বাংলাদেশি হয়ে দা’গিরিকে না শিখেছি।
বাংলাদেশি হয়ে ভিক্ষা না দান শিখেছি।
আমরা বেঁচে তো আছি ভুখা থাকছি না।
জ্যামে আটকে থাকছি হাল ছাড়ছি না।
সরকারকে গালি দিচ্ছি, বদলাচ্ছি না।
সরকার বদলালেও নিজে বদলাচ্ছি না।

কেবল উত্তর খুঁজে পাই না-
কত রক্ত বা লাশ হলে মানুষ সভ্য হয়?
কতটুকু শক্ষিত হলে মানুষ বিনয়ী হয়?
কত কান্নার জলে সঠিক সুবিচার হয়?
কত হাজার বছর হলে বদলানো যায়!

০৭ জানুয়ারি, ২০২৫।