বৃষ্টির দেয়ালে আঁকা মেঘের নিনাদ
হৃদয়ের ঘর জুড়ে ঠান্ডা বাতিঘর
একা বসে রাত দিন ভেজা বাতাসের নিশ্বাসে- ভরাই বুকের উঠোন।
বিষন্ন শ্মশান মাঠে জ্বলে থাকা জ্বোনাকির মত
স্মৃতির পরাগ হাতড়াই -, অন্জলী ভরে নিই
ধেয়ে আসা নিমগ্ন মেঘকণায়।
বুকের গহীনে জমে আষাঢ়ের শ্রাবণের
জলবতী উচ্চারণ, মেঘময় নিশ্বাসের ঘনঘটা।