ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামল চন্দ্র দে’র কবিতা || প্রেম থাকে চিরকাল

  • আপ : ০৪:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ১৪৯ ভিউ :

 

পরিচয় ছিল তবু অচেনাই ছিলে
সেভাবে ভাবিনি মনে আমি কোনদিন
দেখেছি তোমায় আজ স্পষ্ট চোখ খুলে
তোমার নরম মুখে নেমেছে আশ্বিন।

আমার হৃদয়ে সুর নক্ষত্রের ভাষা
জীবনের আলোড়ন সৃজনের গানে
আলোর দুয়ারে এসে মিশেছে পিপাসা
উষ্ণতার সেই প্রেম গভীর চুম্বনে।

অপেক্ষার দিন গুনে হেমন্তের মাঠে
তোমার পায়ের শব্দে ধানের সুঘ্রাণ
ঢের কথা বাকি থাকে সাগরের ঘাটে
অবসাদে লীন হয় জীবনের গান।

তোমাকে খুঁজিনি আমি জ্যোছনার
বিন্দু
তবু কত কাছে তুমি অপরূপা সিন্ধু।

শ্যামল চন্দ্র দে’র কবিতা || প্রেম থাকে চিরকাল

আপ : ০৪:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

 

পরিচয় ছিল তবু অচেনাই ছিলে
সেভাবে ভাবিনি মনে আমি কোনদিন
দেখেছি তোমায় আজ স্পষ্ট চোখ খুলে
তোমার নরম মুখে নেমেছে আশ্বিন।

আমার হৃদয়ে সুর নক্ষত্রের ভাষা
জীবনের আলোড়ন সৃজনের গানে
আলোর দুয়ারে এসে মিশেছে পিপাসা
উষ্ণতার সেই প্রেম গভীর চুম্বনে।

অপেক্ষার দিন গুনে হেমন্তের মাঠে
তোমার পায়ের শব্দে ধানের সুঘ্রাণ
ঢের কথা বাকি থাকে সাগরের ঘাটে
অবসাদে লীন হয় জীবনের গান।

তোমাকে খুঁজিনি আমি জ্যোছনার
বিন্দু
তবু কত কাছে তুমি অপরূপা সিন্ধু।