ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্নেহাশীষ নস্কর(মুকুল) এর কবিতা || মানুষের বিচার

  • আপ : ০৪:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ৪৪১ ভিউ :

 

তোরা পোশাক দেখে করিস বিচার
মানুষেরই মন,
তোরা কি জানিস নারে
ওটাই কেবল দেহের আবরণ।

পয়সা দিয়েই মাপিস তোরা
মানুষেরই মান,
অবহেলায় তাদের কেবল
করিস অপমান।

রূপ দেখে ওই করিস বিচার
মানুষেরই মন,
আড়ালে তার থাকতে পারে
পশুর আচরণ।

সাধু সেতো হয়না জানিস
গেরুয়া বসনে,
হতে হবে সাধু যে তার
গেরুয়া মনে।

মনুষত্ব আছে যার
সেই তো আসল মানুষ,
মানুষ নামেই আকার শুধুই
তারাই অমানুষ।

 

স্নেহাশীষ নস্কর(মুকুল) এর কবিতা || মানুষের বিচার

আপ : ০৪:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

 

তোরা পোশাক দেখে করিস বিচার
মানুষেরই মন,
তোরা কি জানিস নারে
ওটাই কেবল দেহের আবরণ।

পয়সা দিয়েই মাপিস তোরা
মানুষেরই মান,
অবহেলায় তাদের কেবল
করিস অপমান।

রূপ দেখে ওই করিস বিচার
মানুষেরই মন,
আড়ালে তার থাকতে পারে
পশুর আচরণ।

সাধু সেতো হয়না জানিস
গেরুয়া বসনে,
হতে হবে সাধু যে তার
গেরুয়া মনে।

মনুষত্ব আছে যার
সেই তো আসল মানুষ,
মানুষ নামেই আকার শুধুই
তারাই অমানুষ।