ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জয়া’র কবিতা || আমি এক

  • আপ : ০৪:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ২৫৯ ভিউ :

জীবন মাঝে মাঝে এতো সস্তা হয়,
যেন বাদাম খেয়ে খোসাটা ছুঁড়লেই-
ব্যস কেল্লাফতে!!!!
আবার হঠাৎ এমন দুর্মূল্য হয়ে ওঠে,
ঘরের আনাচে কানাচে ছুঁড়ে ফেলা
বাদামের খোসাটা- খুঁজে খুঁজেই হয়রান!

সস্তা ও দুর্মূল্য দুইয়ের’ই-
ক্রেতা বিক্রেতা হরহামেশা হাঁক পাড়ে,
” চলে গেলে আর পাবেন না”
বিক্রেতার চতুরামি আর ক্রেতার আগ্ৰহ
প্রায়ই- সস্তার তিন অবস্থায় ঠেকে
কিংবা এমন হয় ” আহা কী ছিল কি জানি-
একটুও পেতাম যদি! ”

অমূল্য যা কিছু———
না বাদাম – না বাদামের খোসা,
সস্তা ও দুর্মূল্যের হাঁক এড়িয়ে
নিজেকে হাতড়ে চলে
” আমিই এক – দ্বিতীয় কেউ নয় “।

জয়া’র কবিতা || আমি এক

আপ : ০৪:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

জীবন মাঝে মাঝে এতো সস্তা হয়,
যেন বাদাম খেয়ে খোসাটা ছুঁড়লেই-
ব্যস কেল্লাফতে!!!!
আবার হঠাৎ এমন দুর্মূল্য হয়ে ওঠে,
ঘরের আনাচে কানাচে ছুঁড়ে ফেলা
বাদামের খোসাটা- খুঁজে খুঁজেই হয়রান!

সস্তা ও দুর্মূল্য দুইয়ের’ই-
ক্রেতা বিক্রেতা হরহামেশা হাঁক পাড়ে,
” চলে গেলে আর পাবেন না”
বিক্রেতার চতুরামি আর ক্রেতার আগ্ৰহ
প্রায়ই- সস্তার তিন অবস্থায় ঠেকে
কিংবা এমন হয় ” আহা কী ছিল কি জানি-
একটুও পেতাম যদি! ”

অমূল্য যা কিছু———
না বাদাম – না বাদামের খোসা,
সস্তা ও দুর্মূল্যের হাঁক এড়িয়ে
নিজেকে হাতড়ে চলে
” আমিই এক – দ্বিতীয় কেউ নয় “।