ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদ সাইদ এর কবিতা || বাঁশ-জীবন

  • আপ : ০৭:১৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • ৩৪৩ ভিউ :

 

ব্যবসাপাতি যাচ্ছে খারাপ
ছাড়তে হবে ঢাকা
ছেলের ভর্তি এই মাসেতেই
পকেট খানা ফাঁকা!

লাগবে নতুন পোশাক-আশাক
কেমনে দেবো কিনে ?
আগে থেকেই কাটছে জীবন
ধার-দেনা আর ঋণে!

পিতার অসুখ মাতার অসুখ
আছে বারো মাস
কাঁচাবাজার করতে যেয়ে
মাথায় পড়ে বাঁশ!

চালের দামে ডালের দামে
লাগছে আগুন ভাই
এই অভাবীর খবর নেবার
মানুষ দেশে নাই।

ফরিদ সাইদ এর কবিতা || বাঁশ-জীবন

আপ : ০৭:১৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

 

ব্যবসাপাতি যাচ্ছে খারাপ
ছাড়তে হবে ঢাকা
ছেলের ভর্তি এই মাসেতেই
পকেট খানা ফাঁকা!

লাগবে নতুন পোশাক-আশাক
কেমনে দেবো কিনে ?
আগে থেকেই কাটছে জীবন
ধার-দেনা আর ঋণে!

পিতার অসুখ মাতার অসুখ
আছে বারো মাস
কাঁচাবাজার করতে যেয়ে
মাথায় পড়ে বাঁশ!

চালের দামে ডালের দামে
লাগছে আগুন ভাই
এই অভাবীর খবর নেবার
মানুষ দেশে নাই।