ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী’র কবিতা || নির্জন অরণ্য

  • আপ : ০৬:২৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৪৫১ ভিউ :

 

যতদূর চোখ যায়
সবুজের হাতছানি।
নিরিবিলি বন মাঝে
বাতাসের কানাকানি।

গাছে গাছে কথা বলে
চুপিসারে আহ্লাদে।
আল পথে চোরকাঁটা
ভালোবাসে নির্বিবাদে।

দেবদারু, পাইনে
মনে মনে কথা হয়।
ভিজে ঘাসে গোপনেতে
কতো কথা হয়ে যায়।

রোদ ঢাকা দুপুরেতে
চুপচাপ থমথম।
ব্যাঙ সাথে ঝিঝি পোকা
বৃষ্টির ঝমঝম।

জঙ্গল বুক চিরে
নদী চলে কলকল।
দেহাতি সে ভালোবাসা
কাদা জলে ছলছল।

রাত যতো বাড়ে ততো
জঙ্গল মজদুর।
জোনাক জ্বালায় আলো
চন্দ্রিমা নেই দূর।

সেই রাত মধুময়
শুনশান রাস্তায়।
অরণ‍্য দেয়টান
নির্ভুল আস্থায়।

সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী’র কবিতা || নির্জন অরণ্য

আপ : ০৬:২৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

 

যতদূর চোখ যায়
সবুজের হাতছানি।
নিরিবিলি বন মাঝে
বাতাসের কানাকানি।

গাছে গাছে কথা বলে
চুপিসারে আহ্লাদে।
আল পথে চোরকাঁটা
ভালোবাসে নির্বিবাদে।

দেবদারু, পাইনে
মনে মনে কথা হয়।
ভিজে ঘাসে গোপনেতে
কতো কথা হয়ে যায়।

রোদ ঢাকা দুপুরেতে
চুপচাপ থমথম।
ব্যাঙ সাথে ঝিঝি পোকা
বৃষ্টির ঝমঝম।

জঙ্গল বুক চিরে
নদী চলে কলকল।
দেহাতি সে ভালোবাসা
কাদা জলে ছলছল।

রাত যতো বাড়ে ততো
জঙ্গল মজদুর।
জোনাক জ্বালায় আলো
চন্দ্রিমা নেই দূর।

সেই রাত মধুময়
শুনশান রাস্তায়।
অরণ‍্য দেয়টান
নির্ভুল আস্থায়।