তুমি কি জানো?
জানালা বরাবর খাটের কিনারায়
মাথা রাখি এখনো, যেদিন
জোছনার বাণ ডাকে।
নব যৌবনবান জোছনা,
পূর্ণ প্রাপ্তি উদগীরণ করার জন্য
যেন তৈরি—————
আমিও তৃষিত চকোরী,
আশপাশ ভুলে——-
দুহাত ভরে প্রাপ্তি গ্রহণে
খুউব উন্মুখ।
কিচিমিচি আহ্বানে কলি ফোঁটে-
নিশি আলোর আড়ালে লুকায়,
প্রকৃতির চোখে আকুল জিজ্ঞাসা-
” ও জোছনা প্রিয় মানুষ- কাল নিশ্চয়ই
ভালো ঘুমিয়েছো জোছনার সাথে!”
চাঁদ ছিল জোছনা ছিল
আর আমি ছিলাম তৃষিত চকোরী-
ঘুম কি আসে? কী করে বলি!
আচ্ছা- তুমি কি জানো তা!?
“””””””””””””””””””””””””””””””””””””””””””””
( ৩১/০৭/২০২৪) রচনা কাল ✍️