ছিট বিট গরমের
নেই তাতে শরমের।
গ্রীস্মটা এলে তাই
ঘাম ঝরে মাটিতেই।
কৃষকের হাসফাস
দমফেটে যায় যাস।
পথিকের ছাতাটা
মাঝেমাঝে বগলে।
কিযে করি কিযে করি
যাত্রীর ছাউনিতে।
ছায়া বীথী কমলের
নির্মল বাতাসের।
এতটুকু বিশ্রামের
হয় যদি স্টিমের।
বাকিটা জীবনের
হয়ে যাবে বারোটার।