ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফারুক প্রধান এর কবিতা || অশান্ত ঢেউ

  • আপ : ০৪:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ২৩৪ ভিউ :

অশান্ত ঢেউ
ফারুক প্রধান

অশান্ত ঢেউ আচড়ে পড়ছে সমুদ্রের পাড়ে
দূরে মাছ ধরার নৌকা দেখা যায়
টিপটিপ বাতির আলোয় ঝলমল করছে
সাদা সফেন ফণা তুলে তেড়ে আসছে।

কখন জোয়ার ভাটার টানে নিয়ে যাবে অথৈ সমুদ্রে
জাহাজ ভিড়েনি কুয়াকাটার বীজে
ছোট ছোট নৌকায় বোঝায় করে মাছ নিয়ে যায় বাজারে
ক্রেতাদের ভিড়ে মাছেরা উল্লাস করে।

বিকিকিনির হাটে প্রতিদিনই বিক্রি হয়ে যায়
নিজেরা অন্যের খাবার হয়ে সুস্বাদু লকলকে
জিভে, নিঃশ্বাষে পলকেই হজম হয়ে যায়।
কুয়াকাটার বীজের নিদর্শন হয়ে চিরকাল থাকবে।

ফারুক প্রধান এর কবিতা || অশান্ত ঢেউ

আপ : ০৪:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

অশান্ত ঢেউ
ফারুক প্রধান

অশান্ত ঢেউ আচড়ে পড়ছে সমুদ্রের পাড়ে
দূরে মাছ ধরার নৌকা দেখা যায়
টিপটিপ বাতির আলোয় ঝলমল করছে
সাদা সফেন ফণা তুলে তেড়ে আসছে।

কখন জোয়ার ভাটার টানে নিয়ে যাবে অথৈ সমুদ্রে
জাহাজ ভিড়েনি কুয়াকাটার বীজে
ছোট ছোট নৌকায় বোঝায় করে মাছ নিয়ে যায় বাজারে
ক্রেতাদের ভিড়ে মাছেরা উল্লাস করে।

বিকিকিনির হাটে প্রতিদিনই বিক্রি হয়ে যায়
নিজেরা অন্যের খাবার হয়ে সুস্বাদু লকলকে
জিভে, নিঃশ্বাষে পলকেই হজম হয়ে যায়।
কুয়াকাটার বীজের নিদর্শন হয়ে চিরকাল থাকবে।