ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাসুম চৌধুরী’র কবিতা || আমার বিকল্প হাজারটা পাবে, কিন্তু আমাকে না

  • আপ : ১০:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১২৫ ভিউ :

 

তুমি চাইলে পেতে পারো
হাজারটা হাসি,
নতুন মুখ, নতুন ভালোবাসার ছোঁয়া।
তাদের কেউ হয়তো
তোমার কফিতে চিনি দেবে মেপে,
হয়তো কেউ জানবে
তোমার ঘুম ভাঙার সকালবেলার সুর।

কিন্তু আমি ছিলাম সেই অচেনা নীরবতা,
যার ভেতর তুমি হারিয়ে গিয়েছিলে নিঃশব্দে।
আমি ছিলাম সেই অল্প আলোয় ভেজা বিকেল,
যেখানে তোমার চোখে প্রথম ভেসেছিলো নীলচে স্বপ্ন।

আমার বিকল্প হাজারটা পাবে,
কিন্তু আমার মতো ভালোবাসা
যেটা যুক্তি জানে না, হিসাব জানে না,
শুধু তোমার নিঃশ্বাসে নিজের ছন্দ খোঁজে
সেটা আর কোনোদিন পাবে না।

কারণ আমি ছিলাম একটিমাত্র গল্প,
যার শেষ তোমার নামেই লেখা ছিলো।

মাসুম চৌধুরী’র কবিতা || আমার বিকল্প হাজারটা পাবে, কিন্তু আমাকে না

আপ : ১০:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

 

তুমি চাইলে পেতে পারো
হাজারটা হাসি,
নতুন মুখ, নতুন ভালোবাসার ছোঁয়া।
তাদের কেউ হয়তো
তোমার কফিতে চিনি দেবে মেপে,
হয়তো কেউ জানবে
তোমার ঘুম ভাঙার সকালবেলার সুর।

কিন্তু আমি ছিলাম সেই অচেনা নীরবতা,
যার ভেতর তুমি হারিয়ে গিয়েছিলে নিঃশব্দে।
আমি ছিলাম সেই অল্প আলোয় ভেজা বিকেল,
যেখানে তোমার চোখে প্রথম ভেসেছিলো নীলচে স্বপ্ন।

আমার বিকল্প হাজারটা পাবে,
কিন্তু আমার মতো ভালোবাসা
যেটা যুক্তি জানে না, হিসাব জানে না,
শুধু তোমার নিঃশ্বাসে নিজের ছন্দ খোঁজে
সেটা আর কোনোদিন পাবে না।

কারণ আমি ছিলাম একটিমাত্র গল্প,
যার শেষ তোমার নামেই লেখা ছিলো।