ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথ মাঝি’র কবিতা || ভেসে যায় অনন্য যাকিছু

  • আপ : ১০:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৬৪ ভিউ :

 

প্রতিমা নিরঞ্জনের সব কাঠ মূর্তি ও মালা
ভেসে যায় ওই
সুর অসুর ভেসে যায় সময়ের স্রোতে

সব রঙ মিশে যায় নদীর জলে প্রতিমা ও মূর্তির সাথে ভেসে যায় অনন্য যাকিছু

মানুষের মানবতার বিসর্জন হলে পড়ে থাকে খাঁচা
ভঙ্গুর জড় এক অমানবিক ধাঁচ
কালের স্রোতে সেও ভেসে যাবে

সব পুজো শেষ হলে বিসর্জনের বাজনা বেজে ওঠে
আগমনীর সুর আর বয়ে না বাতাস

ইদানীং
দিকে দিকে নিরঞ্জনের বাদ্দ্যি শুনি রোজ।

বিশ্বনাথ মাঝি’র কবিতা || ভেসে যায় অনন্য যাকিছু

আপ : ১০:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

 

প্রতিমা নিরঞ্জনের সব কাঠ মূর্তি ও মালা
ভেসে যায় ওই
সুর অসুর ভেসে যায় সময়ের স্রোতে

সব রঙ মিশে যায় নদীর জলে প্রতিমা ও মূর্তির সাথে ভেসে যায় অনন্য যাকিছু

মানুষের মানবতার বিসর্জন হলে পড়ে থাকে খাঁচা
ভঙ্গুর জড় এক অমানবিক ধাঁচ
কালের স্রোতে সেও ভেসে যাবে

সব পুজো শেষ হলে বিসর্জনের বাজনা বেজে ওঠে
আগমনীর সুর আর বয়ে না বাতাস

ইদানীং
দিকে দিকে নিরঞ্জনের বাদ্দ্যি শুনি রোজ।