ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টান || শাহাদাত হোসেন

  • আপ : ০১:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ১৭৩ ভিউ :

বৃষ্টি ভেজা কোনো এক নিভৃত শ্রাবণসন্ধ্যায়, রজনী গন্ধারা যখন ফোঁটে
তোমার বুকের ঠিক মধ্যখানে জীবন ঘড়ি যেখানে টিকটিক করে যদি জড়িয়ে রাখো আমায়,
কিংবা আমার ওষ্ঠের উপর তোমার গোলাপসাদৃশ্য ওষ্ঠ রেখে-দমফাটানো শ্বাসে যদি ঘুরে আসো স্বর্গ থেকে আমাকে লয়ে,
তবুও বলবো না, – তুমি ভালোবাসো আমাকে।

কালবৈশাখী মেঘের মতো ঘন কালো চুল তোমার,
যদি ছড়িয়ে দাও আমার মুখাবয়বে, পাগল করা মাতাল গন্ধে,
তবুও বলবো না আমি, -ভালোবাসো আমাকে।

হাজার মাইল দূরে থেকে যদি শুনতে পাও আমার ক্রন্দন ধ্বনি
সবকিছু বাদ দিয়ে
অসময়ে ফোন করে
পাগলপ্রায় কন্ঠে জিজ্ঞেস করো, -কেমন আছো, তোমার কী হয়েছে।
কোনো এক কাঠফাঁটা রোদ দুপুরে যদি তোমার মাথার উপর একটি দাঁড়কাক ডাক দেয়-
বারবার উড়ে উড়ে,
কুসংস্কার না ভেবে
সবসত্যি বুঝে গিয়ে
পাগল প্রায় ছুটে এসে,
আমার শেষযাত্রায় শবদেহের পাশে বিষন্ন তুমি-শেষ দেখা দেখে যাও অশ্রু ভরা চোখে,
ওপারে যেয়েও বলবো আমি, -তুমি ভালো বাসো ,
ভালো বাসো আমাকে।

টান || শাহাদাত হোসেন

আপ : ০১:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

বৃষ্টি ভেজা কোনো এক নিভৃত শ্রাবণসন্ধ্যায়, রজনী গন্ধারা যখন ফোঁটে
তোমার বুকের ঠিক মধ্যখানে জীবন ঘড়ি যেখানে টিকটিক করে যদি জড়িয়ে রাখো আমায়,
কিংবা আমার ওষ্ঠের উপর তোমার গোলাপসাদৃশ্য ওষ্ঠ রেখে-দমফাটানো শ্বাসে যদি ঘুরে আসো স্বর্গ থেকে আমাকে লয়ে,
তবুও বলবো না, – তুমি ভালোবাসো আমাকে।

কালবৈশাখী মেঘের মতো ঘন কালো চুল তোমার,
যদি ছড়িয়ে দাও আমার মুখাবয়বে, পাগল করা মাতাল গন্ধে,
তবুও বলবো না আমি, -ভালোবাসো আমাকে।

হাজার মাইল দূরে থেকে যদি শুনতে পাও আমার ক্রন্দন ধ্বনি
সবকিছু বাদ দিয়ে
অসময়ে ফোন করে
পাগলপ্রায় কন্ঠে জিজ্ঞেস করো, -কেমন আছো, তোমার কী হয়েছে।
কোনো এক কাঠফাঁটা রোদ দুপুরে যদি তোমার মাথার উপর একটি দাঁড়কাক ডাক দেয়-
বারবার উড়ে উড়ে,
কুসংস্কার না ভেবে
সবসত্যি বুঝে গিয়ে
পাগল প্রায় ছুটে এসে,
আমার শেষযাত্রায় শবদেহের পাশে বিষন্ন তুমি-শেষ দেখা দেখে যাও অশ্রু ভরা চোখে,
ওপারে যেয়েও বলবো আমি, -তুমি ভালো বাসো ,
ভালো বাসো আমাকে।